শীর্ষনিউজ, রাবি:বাংলাদেশের জনসংখ্যার চেয়েও শিবিরের ‘বট’ বা ভুয়া ফেসবুক আইডির সংখ্যা বেশি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটসংলগ্ন আমতলা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আমানুল্লাহ আমান বলেন, কোনো এলাকায় শিবিরের মাত্র ১০ জন সদস্য থাকলেও তাদের একজন ফেসবুকে একটি পোস্ট দিলে সেখানে ১০ হাজারের বেশি মন্তব্য দেখা যায়। এসব মন্তব্যের বেশিরভাগই ভুয়া আইডি থেকে করা হয় বলে দাবি করেন তিনি। তিনি বলেন, “আমি শিবিরের প্রতি আহ্বান জানাতে চাই—আপনাদের যদি প্রকৃত জনবল থাকে, তাহলে তা সামনে আনুন। আড়াল থেকে অন্তর্নিহিত বক্তব্য দিয়ে ছাত্ররাজনীতিতে টিকে থাকা সম্ভব নয়। এখনকার শিক্ষার্থীরা সচেতন। ডাকসু, রাকসু বা জাকসুর নির্বাচন হলে প্রকৃত জনপ্রিয়তা কার, তা স্পষ্ট হয়ে যাবে।” রাজশাহী...