০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম সমাজে সব মানুষেরই কমবেশি বিপদ-মুসিবত হয়। বিপদ কখনো আল্লাহ তা‘আলার তরফ থেকে পরীক্ষামূলক হয়, কখনো বান্দার ভুলত্রুটি বা নাফরমানির কারণেও হয়। তাই মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া বা দূর থেকে তাকে বিপদমুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা সব মানুষের দায়িত্ব। বিশেষ করে, মুসলিম ভাইবোনের বিপদে সাহায্যের হাত বাড়ানো অপর মুসলিম ভাইবোনদের ঈমানি দায়িত্ব। এভাবে একের দুঃখে অন্যরা পাশে থাকা এবং দুঃখ-দুর্দশা দূর করা মানবতার দাবিও বটে। মানুষের মধ্যে এই মানবিক গুণকে বিকশিত করার জন্য মহানবী (সা.) অসংখ্য বাণী রয়েছে। তিনি সরাসরি নির্দেশনাও দান করেছেন। তিনি উম্মতকে জানিয়েছেন, আল্লাহ তা‘আলা যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন, তখন তাকে কোনো না কোনো বিপদে পতিত করেন। এই বিপদ-মুসিবতের মাধ্যমে তার ব্যাপারে যে...