পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আল্লাহ রাব্বুল আ-লামিনের নিকট প্রার্থনা করি, মহানবির শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমি শেষ নবি সাইয়েদুল মুরসালিন হজরত মোহাম্মদ (স.)-এর জন্য অসংখ্য দরুদ ও তাঁর প্রতি সালাম জানাই।’ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাণীটি পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাণীতে তারেক রহমান বলেন, ‘ঈদে মিলাদুন্নবী, এই দিনটি মহানবি হজরত মুহাম্মদ (স.)-এর দুনিয়াতে আগমণের আনন্দ ও তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়। যিনি মানবজাতিকে পরিশোধন করেন এবং তাদের সর্বশেষ্ঠ গ্রন্থ কুরআন ও কাজের কথা শিক্ষা দেন। পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবি...