০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর মধ্য দিয়ে দেড় দশক ধরে অবরুদ্ধ গণতন্ত্রের পথ খুলে যায়। স্বৈরাচার এরশাদও ৯ বছর গণতন্ত্রকে বন্ধি করে রেখেছিলেন। নব্বইয়ের গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মুক্তি ঘটে। দেখা যাচ্ছে, স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে প্রায় ২৫ বছরই স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে পদদলিত করে রেখেছিলেন। তাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ও আওয়ামী লীগ কোনোটিই গণতন্ত্রের ধার ধারে না। তাদের মধ্যে ঐতিহাসিক সখ্য রয়েছে। আমরা জানি, দেশের রাজনৈতিক দলগুলো যখন এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করছিল, তখন শেখ হাসিনা আন্দোলন ছেড়ে এরশাদের অধীনে ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করেছিলেন। তার সঙ্গী হয় জামায়াতে ইসলামী। তবে বিএনপির চেয়ারপার্সন...