অবশেষে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে রফতানি আয়ের টাকা ছাড় শুরু করেছে সংকটাপন্ন ব্যাংকগুলো। এর ফলে চরম অনিশ্চয়তায় থাকা দুই শতাধিক পোশাক কারখানা শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে স্বস্তি পাচ্ছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পোশাক শিল্পের শ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর মাধ্যমে এ অর্থ ছাড় করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি পাঁচটি সংকটাপন্ন ব্যাংক মারাত্মক তারল্য সংকটে পড়ায় রফতানি আয় দেশে প্রত্যাবাসিত হলেও তা থেকে ব্যাক-টু-ব্যাক এলসি এবং রফতানিকারকদের পাওনা পরিশোধ সম্ভব হচ্ছিল না। ফলে সংশ্লিষ্ট কারখানাগুলো শ্রমিকদের বেতন-ভাতা দিতে না পারায় শিল্প কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বিজিএমইএ’র...