০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম বর্তমান প্রজন্ম বইয়ের প্রতি দিন দিন বিমুখ হয়ে পড়ছে। কিন্তু মানব সভ্যতার শুরু থেকে মানুষ তার চিন্তা-ভাবনা, জ্ঞান, অভিজ্ঞতা ও বুদ্ধিবৃত্তিক সকল কিছুই রেখে গেছেন বইয়ের পাতায়। মানুষ বই পড়ার মধ্য দিয়েই এই সকল অভিজ্ঞতা অর্জন করতে পারে। বইয়ের অসীম ভান্ডার আমাদের বিজ্ঞান, দর্শন, সাহিত্য, ইতিহাস, রাজনীতি ও অর্থনীতিসহ জ্ঞানের সকল শাখা প্রসারিত করে, দৃষ্টিভঙ্গিকে সুগভীর করে। একটি বই একজন লেখকের দীর্ঘ জীবনের জ্ঞান ও অভিজ্ঞতার ফসল হওয়ার নিমিত্তে আমরা সহজে সেই জ্ঞান ও অভিজ্ঞতার শিক্ষা নিয়ে জীবনের চলার পথকে সহজ করে তুলতে পারি। একটি ইতিহাসের বই যেমন আমাদের শিক্ষা দেয় মানব জীবনের অতীত ইতিহাসের, তেমনি বিজ্ঞানের বিষয়সমূহ শিক্ষা দেয় আমাদের বর্তমান ও ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে। বই...