শীর্ষনিউজ, ঢাকা:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নের দাবিই হবে তাদের নির্বাচনে অংশগ্রহণের পূর্বশর্ত। তিনি জানান, এ দাবি আদায়ে প্রয়োজনে গণভোট আয়োজনেরও আহ্বান জানানো হবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটের কেআইবি থ্রিডি মিলনায়তনে ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে অ্যাগ্রিকালচারাল ফোরাম অব বাংলাদেশ (এএফবি)। গোলাম পরওয়ার বলেন, তারা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না, তবে নিরপেক্ষ ও সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করতে পিআর পদ্ধতির বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, দাবি না মানলে দল পরবর্তী কর্মসূচি কী হবে, তা সময়মতো জানাবে। তিনি আরও বলেন, দেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। কাউকে বাদ দিয়ে এককভাবে নির্বাচন আয়োজনের সুযোগ আর নেই। গণতন্ত্র রক্ষায় জনগণের মতামতের ভিত্তিতে পিআর পদ্ধতির...