দেশের অর্থনীতিকে গণতান্ত্রিক করার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে চলবে না, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যেখানে প্রত্যেক নাগরিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হবে। কোনো একক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়ে অর্থনীতি চালানো যাবে না।’ বৃহস্পতিবার,(০৪ সেপ্টেম্বর ২০২৫) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান ১ম বর্ষ যুগপৎ আন্দোলন শরিক দল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জনঅধিকার পার্টি এ আলোচনা সভার আয়োজন করে। আমীর খসরু বলেন, ‘অর্থনীতি সবার জন্য হতে হবে, যাতে প্রত্যেকটি নাগরিক এ অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। এজন্য বিএনপির আরেকটা স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা।’ তিনি জানান, দেশের কামার, কুমার, তাঁতি থেকে শুরু করে শিক্ষিত জনগোষ্ঠী, নারী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করার...