ডাকসু নির্বাচনের ১৯ দফা ও ১৪৮টি দাবি সম্বলিত দীর্ঘ ইশতেহার প্রকাশ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা আমূল বদলে ফেলার রূপরেখা তুলে ধরেছে সংগঠনটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের লোগোতে পুনরায় কুরআনের আয়াত ‘রাব্বি জিদনি ইলমি’ সংযোজন এবং মুসলমানদের স্বাধীন রাষ্ট্রের প্রবক্তা আল্লামা ইকবাল ও পাকিস্তানের স্থপতি মুহাম্মদ আলী জিন্নাহর নামে হল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে ইশতেহারে। জয়বাংলা ও জয় শ্রীরাম স্লোগান নিষিদ্ধ এবং কাউকে ‘রাজাকারের বাচ্চা’ ও ‘স্বাধীনতা বিরোধী’ বললে বিশ্ববিদ্যালয়ে থেকে বহিষ্কার করা হবে বলেও ঘোষণা দিয়েছে মুসলিম জাতীয়তাবাদী সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ। বৃহস্পতিবার সংগঠনের আহ্বায়ক ও ডাকসুর ভিপি প্রার্থী আব্দুল ওয়াহেদ এক সংবাদ সম্মেলনে ‘বাংলা সালতানাত পুনঃপ্রতিষ্ঠার মহান লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী পুনর্গঠন’ শীর্ষক এ ইশতেহার তুলে ধরেন। এ সময় সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ও...