যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে, যা দেশের স্বাস্থ্যসেবায় এক গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে। এক্সো ইমেজিং নামের প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক ও সন্দীপ আকারাজু আজ বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই যুগান্তকারী প্রযুক্তি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসা প্রযুক্তি বিশেষজ্ঞ এবং এক্সোর চিফ টেকনোলজি অফিসার ইউসুফ হক জানান, প্রথমে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে এই যন্ত্র চালু করা হবে। দীর্ঘমেয়াদে গ্রামীণ ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে এর প্রসার ঘটানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘এই যন্ত্রটি বহনযোগ্য এবং অত্যন্ত কার্যকরভাবে এর নকশা করা হয়েছে, যাতে প্রত্যন্ত এলাকাতেও উন্নত মানের রোগ নির্ণয় সহজলভ্য হয়।’ ইউসুফ হক বলেন, ‘এটি বৈশ্বিক স্বাস্থ্যসেবায়, বিশেষ...