পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সকল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি-মাদ্রাসা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা অধিদপ্তরের পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি উদ্যাপন উপলক্ষে মিলাদ মাহফিলসহ কর্মসূচি গ্রহণ এবং গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্মসহ ইসলামের নানা বিষয়ে আলোচনাসভা, হামদ-নাত, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি। কারিগরি শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আরেক চিঠিতে বলা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি,...