এ বিষয়ে পশুপালন অনুষদের এহসানুল হক হিমেল বলেন, ‘স্যাররা আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলেন। আমরা মঙ্গলবার মিটিংয়ে যারা উপস্থিত ছিলাম, তাদের সবাই স্বাক্ষর করেছি, তাহলে আবার নতুন করে কেন স্বাক্ষর করতে হবে। যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর লিখিত স্টেটমেন্ট ছাড়া কোনো আলোচনায় আমরা বসব না। পরে কী কর্মসূচি হবে, তা জানানো হবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে।’এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পাঁচ ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনা চলে। আলোচনায় সিদ্ধান্ত হয়, সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে হল বন্ধের নোটিশ প্রত্যাহার করা হবে, আন্দোলনরত কোনো শিক্ষার্থী (সব ফ্যাকাল্টির) যাতে ভবিষ্যতে কোনো প্রকার একাডেমিক বা প্রশাসনিক হেনস্তার শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন কর্তৃক লিখিত স্টেটমেন্ট দেওয়া হবে, আগামী সাত দিনের মধ্যে ক্লাস ও পরীক্ষা ফের শুরু করা হবে এবং এ বিষয়ে...