অনেকগুলো রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ নামে একটি প্যানেল দিয়েছে। সেই প্যানেল তাদের ইশতেহারে ঘোষণা করেছে, যদি তারা নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে তারা ছাত্রদের মাধ্যমে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নেবেন। ‘জাকসুর লক্ষ্য সম্প্রীতির ঐক্য’ স্লোগানে প্যানেলে সহসভাপতি পদে প্রত্নতত্ত্ব বিভাগের অমর্ত্য রায় (সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) এবং সাধারণ সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শরণ এহসান (সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট) প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘সম্প্রীতির ঐক্য’ নামে এই প্যানেলে ছাত্র ইউনিয়নের একাংশ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, গণকৃষ্টি, চলচ্চিত্র আন্দোলন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি, জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম, জলসিঁড়ি রয়েছে। ২৯ অগাস্ট প্যানেল ঘোষণার সময়ই তারা তাদের ইশতেহারও তুলে ধরেন। তারা তাদের প্রতিশ্রুতিতে...