ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে অপপ্রচারে আতঙ্কিত হয়ে পড়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের। তিনি বৃহস্পতিবার,(০৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ফেইসবুকে এক পোস্টে লিখেছেন, ‘ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’ তার বক্তব্য কেটে একটি অংশ জুড়ে বট অ্যাকাউন্ট (ভুয়া ফেইসবুক আইডি) দিয়ে ইচ্ছাকৃত অপপ্রচার চালানো হচ্ছে বলে ফেইসবুক পোস্টে উল্লেখ করেছেন কাদের। এবার ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের মধ্যে যারা আলোচনায় রয়েছেন, তাদের মধ্যে অন্যতম আবদুল কাদের। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক। রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই তাকে হেনস্থা করা শুরু হয়েছে অভিযোগ করে কাদের লেখেন, “সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে’ বলে উল্লেখ করে আবদুল কাদের...