আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মানুষ হাওয়ার ওপর ভোট দেবে না, মানুষ মার্কা দেখে ভোট দেবে। যদি নির্বাচনের জোয়ার ওঠে, সেই জোয়ারে ভেসে যাবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র।’বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে এই সভা হয়।গয়েশ্বর রায় বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাকে অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছে। জিয়াউর রহমান কারও পক্ষ হয়ে নয়, নিজের অধিকার ও দায়িত্ববোধ থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ সেই ঘোষণাকে বিকৃত করে আজও দেশের মানুষকে প্রতারিত করছে। আওয়ামী লীগকে মানুষের...