ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন ও এজিএস প্রার্থী রকিবুল ইসলাম নেতৃত্বাধীন ‘ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ’ প্যানেল মোট ১৪ দফা ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দফাগুলো হলো- ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডার ইভেন্টে রূপান্তর। ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল নীতি বাস্তবায়ন, আবাসন ও আবাসিক বৃত্তি। খাবারের মানোন্নয়ন ও ভর্তুকি। শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কলারশিপ, পার্ট-টাইম জব, ইন্টার্নশিপ ও আউটসোর্সিং জব। গবেষণা কেন্দ্রকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা। আধুনিক লাইব্রেরি ও ফ্রি ওয়াই-ফাই। রেজিস্টার ভবন সংস্কার, ভর্তি-সার্টিফিকেটসহ সব প্রক্রিয়ায় অটোমেশন ও ওয়ান-স্টপ সার্ভিস। অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্ক জোরদার ও মানবসম্পদ উন্নয়ন। বহিরাগত ও যান নিয়ন্ত্রণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সহজ যাতায়াত নিশ্চিত। পরিবহন সংকট সমাধান, বাস ট্র্যাকার, ইলেকট্রিক শাটল ও বিশেষায়িত রিকশা ব্যবস্থা। আধুনিক মেডিকেলসেবা ও হলে ফার্মেসি। ঝুঁকিপূর্ণ স্থাপনা ও...