বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের ফেসবুকে বৃহস্পতিবার একটি হতাশার পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ। সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরো বাড়তেছে। তার পর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকতে।’ কাদের এমন পোস্টের পর তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে ছাত্রদল সভাপতি কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘কাদের তোমাকে কথা দিচ্ছি- রাজাকার, আল বদর, আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশাআল্লাহ। ’ রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, ‘আল বটর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য...