৯০–এর দশকে বলিউডে ঝড় তোলা জুটিদের মধ্যে অন্যতম ছিলেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। ‘টিপ টিপ বরসা পানি’ গানের মতো অনবদ্য দৃশ্য আজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। রোম্যান্স, অ্যাকশন আর মিউজিক মিলিয়ে তাদের অনস্ক্রিন রসায়ন এক সময় ভক্তদের ভাবনায় রূপ নেয় বাস্তব প্রেমে। ‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, এবং ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’— এসব হিট ছবির বাইরে বাস্তব জীবনেও ঘনিষ্ঠ হয়েছিলেন তারা। এমনকি পরিবার-পরিজন উপস্থিত থেকে গোপন বাগদানও সম্পন্ন হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে শেষ পর্যন্ত সম্পর্ক টেকেনি। ১৯৯৮ সালে রেডিফ-কে দেওয়া এক সাক্ষাতকারে অক্ষয় নিজেই বলেন, ‘এটা শুধু একটা বাগদান ছিল, পরে ভেঙে যায়। তবে আমরা কখনও বিয়ে করিনি— এটা সবাইকে জানাতে চাই।’ তার কণ্ঠে তখন শোনা গিয়েছিল আত্মপক্ষ সমর্থনের সুর। অন্যদিকে ১৯৯৯ সালে এক সাক্ষাতকারে রাভিনা...