তিনি জানান, ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থার নিরিখে অঞ্চলগুলো অন্য নির্বাচনী এলাকায় থাকার কোনো কারণ নেই। ইসির পুনর্নিধারিত এ সীমানা যথার্থ। তবে, ইসির প্রস্তাবনা অনুযায়ী চূড়ান্ত গেজেটে স্থান পায়নি বিজয়নগরের হরষপুর ইউনিয়ন। এই ইউনিয়নটিও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত হবার কথা ছিল। উল্লেখ্য, সীমানা পুনঃনির্ধারণে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি আসন কমেছে। গাজীপুরে নতুন সংসদীয় আসন গাজীপুর-৬। আর বাগেরহাট-৪ আসনটি বাদ দেয়া হয়েছে। সেই আসনে থাকা মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা বাগেরহাট-৩ আসনের সঙ্গে যোগ করা হয়েছে। সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিবর্তিত নির্বাচনী এলাকাগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। পূর্বের সীমানা অনুযায়ী জেলার আশুগঞ্জ ও সরাইল উপজেলার সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে বিজয়নগর উপজেলার দুইটি ইউনিয়ন— বুধন্তি ও চান্দুরা। সার্বিকভাবে নির্বাচনী...