বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রি নিয়ে চলমান সংকটে বহিরাগতদের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন। কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকালে মাথায় লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন। সার্বিক বিষয় নিয়ে আমতলায় প্রেস ব্রিফিং শেষে শিক্ষার্থীরা সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মৌন মিছিল শুরু করেন। মিছিলটি করিডোর প্রদক্ষিণ করে কৃষিবিদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীদের ওপর হামলায় প্রশাসন অন্ধের মতো ভ‚মিকায় আছে এমনটি বুঝাতে কর্মসূচি চলাকালীন তারা মাথার লাল কাপড়টি খুলে তা চোখে বেঁধে নেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহিদুল হক বলেন, ‘আমরা শিক্ষার্থীদের গতকাল টেকনিক্যাল ডকুমেন্ট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা তা জমা না দেওয়ায় সিন্ডিকেট সভা করা সম্ভব হয়নি। সিন্ডিকেট সভা আয়োজনের...