ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার এবং বিলিয়ন ডলার ব্র্যান্ডের মালিক জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯১ বছর। তিনি ছিলেন ইতালীয় আভিজাত্য ও স্টাইলের প্রতীক, যিনি পুরুষ ও নারীর স্যুটকে আধুনিক রূপ দিয়েছিলেন। আরমানি শুধু একটি ফ্যাশন ব্র্যান্ড নয়; সৌন্দর্যচর্চা, সুগন্ধি, সংগীত, খেলাধুলা এবং বিলাসবহুল হোটেল শিল্পেও তিনি নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন। ব্যবসায়িক দিক থেকেও তিনি ছিলেন অদ্বিতীয়। তাঁর কোম্পানি বছরে ২ বিলিয়ন পাউন্ডেরও বেশি আয় করত। যা বাংলাদেশি মুদ্রায় ৩২ হাজার কোটি টাকারও বেশি। আরমানির ব্র্যান্ডের ইনস্টাগ্রাম পেজে বলা হয়েছে, ‘শেষ দিন পর্যন্ত তিনি কোম্পানি, কালেকশন এবং ভবিষ্যতের প্রকল্প নিয়ে কাজ করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন অদম্য, কৌতূহলী এবং মানুষের প্রতি মনোযোগী।’ আরমানি রেড কার্পেট ফ্যাশনকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ২০০৬ সালে মডেল আনা ক্যারোলিনা রেস্টনের অ্যানোরেক্সিয়ায় মৃত্যুর পর...