ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে শিক্ষার্থীদের দুটি ফেইসবুক গ্রুপে অপপ্রচারের বিষয়ে সতর্ক করেছে ডাকসু নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ডাকসু ভোটের আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী বলেন, প্রার্থী হলে প্রার্থিতা বাতিল, শিক্ষার্থী হলে বহিষ্কার এবং বাইরের কেউ হলে মামলার মতো পদক্ষেপ নেওয়া হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা শিক্ষার্থী দ্বারা পরিচালিত পেইজগুলো আইডেন্টিফাই করতে পারব এবং তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব। বাইরের যারা আছে, তাদের ক্ষেত্রে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” সাইবার বুলিংয়ের বিষয়ে সবচেয়ে বেশি সমস্যার কথা তুলে ধরে অধ্যাপক রব্বানী বলেন, “আমাদের আইসিটি সেল এবং টাস্কফোর্স রয়েছে। আমরা চেষ্টা করছি পেইজগুলোর এডমিনদের সাথে যোগাযোগ করে বন্ধ করানোর জন্য।” তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১ এবং শিক্ষার্থী সংসদ-২ নামের দুটি পেইজ নিয়ে বারবার অভিযোগ...