বাংলাদেশে এআই চালিত পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইস আনার ঘোষণা দিয়েছে মার্কিন কোম্পানি এক্সো ইমেজিং। এ কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক এবং সন্দীপ আকারাজু বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মেডিকেল টেকনোলজি বিশেষজ্ঞ এবং এক্সোর চিফ টেকনোলজি অফিসার ইউসুফ হক বলেন, তাদের কোম্পানি প্রথমে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে এ ডিভাইস চালু করবে। দীর্ঘমেয়াদে গ্রামীণ ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত এর সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। “ডিভাইসটি বহনযোগ্য এবং অত্যন্ত দক্ষভাবে কাজ করবে, ফলে প্রত্যন্ত অঞ্চলেও উচ্চমানের ডায়াগনস্টিক সেবা সহজলভ্য হবে।” ইউসুফ হক বলেন, “এটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে, বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে। ডাক্তার ও নার্সরা শিগগিরই এটিকে স্টেথোস্কোপের মত ব্যবহার করবেন।” এক্সোর...