বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তার জব্দ করা নথিতে এসব প্রমাণ পাওয়া গেছে। এদিকে এসব মামলায় পলাতাক আসামি শেখ হাসিনার পক্ষে আইনী লড়াই করতে আবেদেন করেন চার আইনজীবী। তবে দেশের বিদ্যমান আইনে পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের সুযোগ না থাকায় আবেদনটি বাতিল করেন আদালত। এ তিন মামলায় আগামি ২১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের শুনানির দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় তৃতীয় দিনে জব্দতালিকার পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সাক্ষীরা হলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী দেলোয়ার হোসেন ও...