বিগত এক বছরে খুন, অপহরণসহ নানা অপরাধে আতঙ্কের জনপদ হয়ে উঠেছে ফটিকছড়ি ও ভূজপুর থানা। মব সৃষ্টির মাধ্যমে অপরাধ সংঘটিত করা যেন এখানকার নিত্যনৈমিত্তিক ব্যাপার। যার ফলে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জনমনে ভর করে এক অজানা ভীতি। বলতে গেলে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পট-পরিবর্তনের পর থেকে দুইটি থানার আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমশ অবনতি হতে থাকে। বিগত এক বছর ধরে উপজেলার দুটি থানায় প্রায় প্রতিদিনই সংঘটিত হচ্ছে কোন না কোন অপরাধ। এরমধ্যে খুন অপহরণ, চুরি-ডাকাতি, মারামারি, কাঠ-রাবার পাচার এমনকি টিলা কাটাসহ জায়গা-জমির দখল-বেদখল অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। তবে, দুই থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে গেলেও জনসচেতনতা ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় এমনটি ঘটছে বলে অভিমত সচেতন মহলের। দুইটি থানা এলাকায় সংঘটিত অপরাধ কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেখা যায়, গেল...