বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে মাথায় লাল কাপড় বেঁধে সংবাদ সম্মেলন ও মৌন মিছিল করেছেন তারা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আমতলায় প্রেস ব্রিফিং করেন তারা।আরো পড়ুন:লাইব্রেরি থেকে বই চুরি, প্রাধ্যক্ষ বললেন আমি কি বসে বসে পাহারা দেব?জবি সংলগ্ন অবৈধ বাসস্ট্যান্ড অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম লাইব্রেরি থেকে বই চুরি, প্রাধ্যক্ষ বললেন আমি কি বসে বসে পাহারা দেব? জবি সংলগ্ন অবৈধ বাসস্ট্যান্ড অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এ সময় পশুপালন অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, “গত রবিবার (৩১ আগস্ট) বহিরাগতদের হামলায় রক্তাক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানে প্রশাসন ও শিক্ষকরা নীরব থেকেছেন, যা আমাদের ব্যথিত করেছে। এ হামলা শুধু ইট-পাথরের ওপর নয়।...