বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২ হাজার ১৬৯টি পদে প্রকাশিত বিজ্ঞপ্তিকে অবৈধ দাবি করে তা বাতিল চেয়েছে। পাশাপাশি প্রাথমিকের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি চেয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।আরো পড়ুন:‘বাকৃবির আইন-শৃঙ্খলা রক্ষা করবেন জেলা প্রশাসক’ডাকসু নির্বাচন ঘিরে নারীকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার হচ্ছে: ইউটিএল ডাকসু নির্বাচন ঘিরে নারীকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার হচ্ছে: ইউটিএল বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষক সমিতি বলেছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বহু বছর ধরে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি জানিয়ে আসছেন।কিন্তু পিএসসি সম্প্রতি একটি অবৈধ ও শিক্ষকবিরোধী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা প্রাথমিক শিক্ষকদের স্বার্থের পরিপন্থি এবং দীর্ঘদিনের ন্যায্য দাবিকে উপেক্ষা করে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি স্পষ্টভাবে জানাচ্ছে...