দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এ নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রতিদিনই বাড়ছে। নির্বাচনি আচরণবিধির ৭(গ) ধারায় বহিরাগতদের নির্বাচনি প্রচারণায় নিষিদ্ধ করা হলেও প্রচারণায় প্রার্থীদের পক্ষে সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রচারণা করতে দেখা গেছে। সরেজমিন দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের দোকান, ক্যাফেটেরিয়া, রিকশা, এমনকি আবাসিক হলের প্রহরীর টেবিলেও পোস্টার ও লিফলেট সাঁটানো হয়েছে। নির্ধারিত মাপ অমান্য করে বড় আকারের পোস্টার ব্যবহার, অন্য প্রার্থীর পোস্টারের ওপর নিজের পোস্টার লাগানো ও পোস্টার ছিঁড়ে ফেলা—এসবই দৃশ্যমান। অথচ আচরণবিধিতে দেয়াল পোস্টারিং, বিদ্যুতের খুঁটি বা গাছে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। আচরণবিধি অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা সর্বোচ্চ ৭ হাজার টাকা এবং হল সংসদের প্রার্থীরা সর্বোচ্চ ৪ হাজার টাকা খরচ করতে পারবেন। কিন্তু...