১৯২১ সালে যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ১০৪ বছরের প্রাচীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার তিন বছর পর, ১৯২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন।দীর্ঘ এই শতবর্ষে ডাকসুর নির্বাচন হয়েছে মাত্র ৩৭ বার। আর স্বাধীন বাংলাদেশে গত ৫৪ বছরে অনুষ্ঠিত হয়েছে মাত্র সাতবার। শুরুর দিকে ডাকসু ও হল সংসদের মূল কার্যক্রম ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্যচর্চা, বিতর্ক প্রতিযোগিতা, রচনা, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক সেবা। ১৯৫০-এর দশক পর্যন্তও এ ধারা বজায় ছিল। তবে ষাটের দশকে শিক্ষা আন্দোলন, আইয়ুব বিরোধী সংগ্রাম ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র সংসদ ও সংগঠনগুলো ক্রমশ জাতীয় রাজনীতির অংশ হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) ঐতিহাসিক গুরুত্বের কারণে ‘দ্বিতীয় সংসদ’ বলা হয়। ভাষা আন্দোলন, ছয় দফা দাবি, উনসত্তরের গণঅভ্যুত্থান কিংবা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন— প্রতিটি জাতীয় সংগ্রামে...