তিনি বলেন, অনেকেই লেজুড়ভিত্তিক রাজনীতি পছন্দ করে না। পুরুষ শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং বেশি সমর্থন পায়, অথচ নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরেও নিরাপদ মনে করে না। বাইরের হলগুলোতে গিয়ে প্রচার চালানো আমাদের জন্য আরও ঝুঁকিপূর্ণ। তবে এবার নির্বাচনে যাদের ক্লিন ইমেজ রয়েছে এবং ক্যাম্পাসে নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে যারা অগ্রাধিকার দেবে মনে হয় নারীদের ভোট তারাই পাবেন।শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আবু ছালেহ বলেন, আমাদের হলে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি ২ হাজার ৩৯৮ জন। ফলে এবারের রাকসু নির্বাচনে শহীদ হবিবুর রহমান হলের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর বড়সংখ্যক ভোটার এক হলে থাকায় প্রার্থীরাও এখানে প্রচারে যারা বেশি গুরুত্ব দিবে তাদের এই ভোটগুলোর পাওয়ার সম্ভবনা বেশি। আমরা চাই এমন নেতৃত্ব আসুক যারা শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা সমাধানে কাজ করবে।...