বেশির ভাগ ল্যাপটপে পুনরায় চার্জযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। কিন্তু ব্যবহারকারীদের সাধারণ কিছু ভুলের কারণে ল্যাপটপের ব্যাটারির আয়ন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। এতে ডিভাইসটি দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে পারে না।এসব ভুলের বেশির ভাগ খুবই সাধারণ। অনেকেই এসব ভুল না জেনে করে থাকেন। এতে ল্যাপটপের ব্যাটারির ক্ষমতা ধীরে ধীরে কমে যায়।ব্যবহারকারীদের দৈনন্দিন যেসব ভুলের কারণে ল্যাপটপের ব্যাটারির কার্যকারিতা কমে যায়, তা দেখে নেওয়া যাক—চার্জ থাকলেও চার্জ দেওয়াল্যাপটপের ব্যাটারিতে চার্জ থাকা অবস্থাতেও নিয়মিত চার্জ করেন অনেকে। এতে ল্যাপটপের ব্যাটারির ওপর চাপ তৈরি হয়। সমস্যা সমাধানে ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নামার আগে চার্জ দিতে হবে এবং ৮০ থেকে ৯০ শতাংশ পূর্ণ হলে বন্ধ করতে হবে।আসল চার্জার ব্যবহার না করাঅনেকে ল্যাপটপের ব্যাটারির সুরক্ষায় নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি চার্জারের বদলে ভিন্ন প্রতিষ্ঠানের...