আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন দাবি আপত্তি শোনার পর এতে দোহার-নবাবগঞ্জকে নিয়ে ঢাকা-১ আসন রয়েছে আগের মতোই এবং ঢাকা-২ আসনেও যুক্ত হয়নি কামরাঙ্গীচর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত সীমানার তালিকা থেকে জানা যায়, আগের মতোই ঢাকা-১ আসনে রয়েছে দোহার এবং নবাবগঞ্জ উপজেলা। আর ঢাকা-২ আসনে রয়েছে কেরানীগঞ্জ উপজেলার তাড়ানগর, কলাতিয়া, হজরতপুর, রুহিতপুর, শাক্তা, কালিন্দি, ভাস্তা ইউনিয়ন। এবং সাভার উপজেলার আমীনবাজার, তেতুলজোড়া ও ভার্কুতা ইউনিয়ন। এদিকে গত ২৬ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তৃতীয় দিনের সংসদীয় এলাকার সীমানা শুনানিতে দোহার ও নবাবগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে একদল এলাকাবাসী ঢাকা-১ আসনকে পুনর্বিন্যাস না করার দাবি জানিয়েছিল। সে...