ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি। এক সময় বলিউড প্লেব্যাক গায়ক হিসেবে রাজত্ব করেছেন। ১৯৮০ সালের ৩১ জুলাই মারা গেলেও তার গানের কদর এখনো কমেনি। এ গায়কের পুত্র শহিদ রফি অভিযোগ করেছেন—বরেণ্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে তার বাবার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করেছেন। শহিদ রফি জোর দিয়ে বলেন যে, তার বাবার সঙ্গে পুরুষ সহশিল্পীদের সম্পর্ক সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল, তবে নারী শিল্পীদের ক্ষেত্রে বিষয়টি আলাদা ছিল। সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া সাক্ষাৎকারে শহিদ রফি বলেন, “উনারা (নারী গায়িকারা) হিংসা করতেন, কারণ রফি সাহেব সবার উপরে ছিলেন; তারা চাইতেন সবাই তাদের নিচে থাকুক। মানুষ তাকে নাম্বার ওয়ান বলতেন, এটা তাদের ভালো লাগত না। আমি কোথাও শুনেছি, ‘রফি সাব নাকি ৯ বছর বাসায় বসেছিলেন, হতাশায় ভুগছিলেন।’ প্লিজ! আপনি সত্তর দশকের যেকোনো গান শুনুন।”আরো পড়ুন:বায়োপিক...