বলিউডের প্রথম সারির নায়িকা শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর পরই নতুনভাবে গড়ে ওঠে কাপুর পরিবারের ভেতরের এক সম্পর্ক। সেই সময়েই এগিয়ে এসেছিলেন অর্জুন কাপুর আর আনশুলা কাপুর। তাঁরা সৎবোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের পাশে দাঁড়ান। আগে থেকে তাঁদের খুব একটা ঘনিষ্ঠতা ছিল না; কিন্তু বিপদের সময় ঠিকই এক হন চার ভাই–বোন। সম্প্রতি দ্য কুইন্টের সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন অংশুলা । শ্রীদেবীর মৃত্যুর সময় জাহ্নবীর বয়স ছিল ২১, তিনি তখন বলিউড অভিষেকের প্রস্তুতিতে ব্যস্ত। খুশির বয়স মাত্র ১৭। জীবনের এই সংকটময় সময়ে তাঁদের হাত ধরে এগিয়ে আসেন অর্জুন আর অংশুলা। ‘আমি আমার মায়ের মৃত্যুর পর যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলাম, সেটা জানি। চাইনি জাহ্নবী আর খুশি একা একা কঠিন পরিস্থিতি সামলাক। আমার আর ভাইয়ার (অর্জুন) মধ্যে কথাবার্তা হয়েছিল, আমরা ওদের...