সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কোনো আপস করতে চান না। তার ভাষায়, শুধুই নিজের পছন্দের মানুষকেই বিয়ে করবেন, তবে এখনো সেই উপযুক্ত মানুষটিকে পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পারশা বলেন, ‘আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। তাই হয়তো মনের মতো কাউকে পাচ্ছি না। মানুষকে তো কাস্টমাইজ করা যায় না। আমি যেমন চাই, হুবহু তেমন একজনকে পাব—এটা প্রত্যাশা করাও ভুল। বরং হতে পারে, আমি যেমনটা চাই, তার ঠিক উল্টো ধরনের কারো প্রেমে পড়ে গেলাম।’ তিনি আরও যোগ করেন, ‘আমি ধরাবাঁধা কোনো নিয়মে নাই। মানুষ সব সময়ই তার পছন্দমতো সবকিছু পাবে, তেমনটা নয়। এমনও যদি হয়, তেমন কানো সঙ্গে যদি ভালো ম্যাচিং হয়ে যায়, আমার সব কিছু তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে, সে আমাকে ভালোভাবে নিচ্ছে, তাহলে নতুন করে ভাবব।’ চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে...