০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, একটি দল নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। সুষ্ঠু নির্বাচন হলে তারা দশটি আসনও পাবে না। ফেনী ১ আসন বেগম খালেদা জিয়ার আসন। এ আসনের জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে। বিএনপি একটি বড় ও জনপ্রিয় দল। যারা ফ্যাসিবাদীদের আশ্রয় দিবে, তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। বহু দল প্রেমিক বড় নেতা বহিষ্কার হয়েছে। ফ্যাসিবাদীরা দলে ঢুকে দলের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, ভাঙ্গন...