যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সো ইমেজিং বাংলাদেশে চালু করতে যাচ্ছে পোর্টেবল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত আল্ট্রাসাউন্ড যন্ত্র। এ যন্ত্র হৃদরোগ, যক্ষ্মা, স্তন ক্যানসার, ফুসফুসের রোগ, থাইরয়েড জটিলতা এবং গর্ভাবস্থাজনিত জটিলতাসহ নানান রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে সহায়তা করবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এক্সো ইমেজিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক ও সন্দীপ আকারাজু। এ সময় তারা যন্ত্রটির বৈপ্লবিক দিক ও সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানান। বৈঠকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন মেডিকেল প্রযুক্তি বিশেষজ্ঞ ও এক্সোর চিফ টেকনোলজি অফিসার (সিটিও) ইউসুফ হক বলেন, প্রাথমিকভাবে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে এ যন্ত্র সরবরাহ করা হবে। দীর্ঘমেয়াদে এটি গ্রামীণ ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনা...