গত রোববার সন্ধ্যায় খুলনা অঞ্চলের নৌ পুলিশ রূপসা নদীর খান জাহান আলী সেতুর নিচ থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। পরে স্বজনেরা লাশটি খুলনার সাংবাদিক বুলুর বলে শনাক্ত করেন। নৌ পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, লাশ উদ্ধারের পর নিহতের ভাই খুলনার লবণচরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন, যা রূপসা নৌ পুলিশ ফাঁড়ি তদন্ত করছে। “ওই মামলার তদন্তকালে ব্রিজের উপর থাকা দুটি সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়। ওই ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে, সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু গত রোববার দুপুর ২টা ২০ মিনিটে নিজেই ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েন।” তবে গত সোমবার বুলুর মৃতদেহের সুরতহাল করার পর রূপসা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মুহিদুল হক বলেছিলেন, “বুলুর মুখ থেঁতলানো, দুই হাত ভাঙা ও গায়ে কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।” নৌ...