বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হলে আগামীতে সচিবালয় ঘেরাও করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে হত্যাচেষ্টার বিচার এবং জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী ১৪ দলের নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু করে পল্টন মোড়, প্রেস ক্লাব ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। আবু হানিফ বলেন, ‘গত ২৯ আগস্ট রাতে পুলিশ সেনাবাহিনীর কতিপয় সদস্যের হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল ইমরান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ শতাধিক নেতাকর্মী আহত হয়। নুরের ওপর হামলার...