বিভিন্ন বিষয়ে ব্লগে নিজের মতামত তুলে ধরেন বলিউডি সিনেমার মহাতারকা অমিতাভ ব্চন। এবারে জীবন ও সময় নিয়ে এই অভিনেতার চিন্তাধারণা প্রকাশ পেল তার লেখায়। নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, “সময় ধীরে ধীরে সব শুদ্ধ করে দেয়। এর কোনো অবসর নেই, এই প্রক্রিয়া চিরন্তন। আমরা চাই বা না চাই, সময় আমাদের দিয়ে চলে, আবার যেটা চাই না সেটাও দিয়ে ফেলে।” অমিতাভের কথায় প্রকৃত জীবন ক্ষণস্থায়ী, মিনিটে তার পরিমাপ সম্ভব নয়, বরং তা চিরস্থায়ী সত্তার অনুভব। অমিতাভ আরও লিখেছেন, “সময়ই সিদ্ধান্ত নেয়, নির্দেশ দেয়, নিশ্চিত করে আর হিসাব রাখে। আর শেষ পর্যন্ত সময়ই আমাদের উজাড় করে সব কিছু দেয়। সেই দান সঠিক পথে ব্যবহৃত হবে, না কি নষ্ট হবে, তা পুরোটাই থাকে মানুষের হাতে।” আনন্দবাজার লিখেছে, অমিতাভ এ মুহূর্তে ব্যস্ত আছেন জনপ্রিয় গেইম...