ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে কতখানি প্রভাব ফেলবে, এ নিয়ে আলোচনা আছে রাজনীতিতে। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হলগুলোর নির্বাচনকে কেন্দ্র করে এর প্রভাব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে- এমন সম্ভাবনার কথা জানিয়েছেন সক্রিয় রাজনীতিকরা। বিশেষ করে আওয়ামী লীগের বিগত ১৫ বছরের একতরফা শাসনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন সংস্কার কার্যক্রম চলমান অবস্থায় এই নির্বাচনকে জাতীয় নির্বাচনের একটি ‘টেস্ট কেস’ বলেই দেখছেন রাজনীতিকরা। যদিও কোনও কোনও প্রবীণ রাজনীতিক মনে করেন, জাতীয় রাজনীতির সঙ্গে ডাকসু নির্বাচন তুলনীয় নয়। কেবল একটি প্রতিষ্ঠানই নয়, সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের স্বার্থ দেখার জন্য নেতৃত্ব দরকার এবং সেটি কেবল ক্যাম্পাস ও পড়াশোনার উন্নতির জন্য দরকারি। এক্ষেত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ছাত্র...