ফেসবুকেই এখন অনেক সমস্যার সমাধান; হোক সেটা ছোট বা বড়! এই যেমন—অভিনেত্রী শবনম ফারিয়া যেতে চান কাঞ্চনজঙ্ঘা দেখতে, পঞ্চগড়ে। কীভাবে কী করবেন, এর কূল কিনারা করতে না পেরে ফেসবুকে দিয়েছেন পোস্ট। অনেকেই সমাধান বাতলে দিয়েছেন। তবে সেখানে বেশ গ্রহণযোগ্য তথ্যটি দিয়েছেন সারজিস আলম, যিনি শুধু রাজনীতিতে সক্রিয় নন, বরং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক হিসেবেও পরিচিত। ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া লেখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোন রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’ বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া ফারিয়ার স্ট্যাটাসে এক ঘণ্টায় মন্তব্য এসেছে ৮ শ’টির মতো। মন্তব্যকারীদের একজন হলেন সারজিস আলম। তিনি লেখেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার।...