বিভিন্ন দাবীতে যারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তারা শেখ হাসিনার সুরেই কথা বলছে-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনঅধিকার পার্টির বর্ষপূর্তির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে, তাই নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি।’ এসময় তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করলেও সব বিষয়ে মতের মিল থাকবে—এমনটা ভাবা ঠিক নয়।’ আমীর খসরু বলেন, সংস্কার বাস্তবায়নে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়েই এগিয়ে যেতে হবে, বাকি বিষয়গুলো সংসদের মাধ্যমে পরিবর্তন করতে হবে। নির্বাচন এড়িয়ে চলা অগণতান্ত্রিক চর্চা বলেও মন্তব্য করেন...