চলতি বছরের প্রথম ছয় মাসে জাপানে একজন কর্মীও পাঠাতে না পারায় ৬২ রিক্রুটিং এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গত ৩১ আগস্ট মন্ত্রণালয়ের উপসচিব হাছিনা বেগমের সই করা এক চিঠিতে এই ব্যাখ্যা চাওয়া হয়। মন্ত্রণালয় সূত্র এবং বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাপানে কর্মী পাঠানোর ক্ষেত্রে সেন্ডিং অর্গানাইজেশন হিসেবে তালিকাভুক্ত আছে ৯২টি রিক্রুটিং এজেন্সি। কিন্তু গত ছয় মাসের প্রতিবেদন বলছে, এর মধ্যে ৬২টি রিক্রুটিং এজেন্সি একজন কর্মীও জাপানে পাঠাতে পারেনি। এই এজেন্সিগুলোর অনেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে জড়িত। গত বছর ৫ আগস্টের পটপরিবর্তনের পর এদের অনেকেই আত্মগোপনে গেছেন। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সেন্ডিং অর্গানাইজেশন হিসেবে তালিকাভুক্তির শর্ত হচ্ছে, ছয় মাসে ন্যূনতম একজন কর্মী জাপানে পাঠাতে...