বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে চোখে লাল কাপড় বেঁধে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মৌন মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের করিডোর প্রদক্ষিণ শেষে সমাবর্তন মাঠে এসে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেওয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, ‘আমাদের আজকের কর্মসূচি প্রতীকী। আমরা প্রশাসনের প্রতি লাল সিগন্যাল প্রদর্শন করেছি। বহিরাগত আমাদের ওপর যে হামলা করেছে তার বিচার আমরা এখনো পাইনি। আমরা আশা করি, প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।’ আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে নেতৃত্ব দেন পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল। তিনি বলেন, ‘আমরা চাই, সিন্ডিকেট সভা বসুক। আমাদের দাবি মেনে নেওয়া হোক। কিন্তু মনে হচ্ছে, দাবি মেনে নেওয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবুও আমরা আন্দোলন...