বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী সব ইসলামী দল এবং সমমনা-দেশপ্রেমিক দলগুলোকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। বৃহত্তর ঐক্য গড়ে দেশ ও জাতিকে মুক্ত করার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াত নির্বাচনমুখী রাজনৈতিক দল। তবে তার আগে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা না করে যেনতেনভাবে একটা নির্বাচন জনগণ চায় না। বুধবার রাত সাড়ে ৯টায় রাজশাহী থেকে ঢাকায় ফেরার পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না ফিলিং স্টেশনে আয়োজিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর...