রাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থী, ছাত্রশিবির ও ছাত্রদলের মাঝে হওয়া হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। তিনি বলেন, ছাত্রসুলভ আচরণ, নিয়ম-কানুনের ভেতরে না থেকে তোমরা নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করেছ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষোভ প্রকাশ করেছেন। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপাচার্য শিক্ষক নিয়োগ, ডাবল মাস্টার্স চালু, রাকসু নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের হাতাহাতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাকসু নির্বাচন ঘিরে হাতাহাতির ঘটনা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, যদি ছাত্রসুলভ আচরণ, নিয়ম-কানুনের ভেতরে থাকতে না পারলে তোমরা নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করেছ। তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না আমি সালেহ হাসান...