• মুক্তিযুদ্ধ-গণতন্ত্র ও শিক্ষার্থীর অধিকার রক্ষাই মূল লক্ষ্য• বক্তৃতা-বিতর্ক-সাংস্কৃতিক অনুষ্ঠান করাই ডাকসুর কাজ• ‘অনিয়মিত নির্বাচনে’ ডাকসুর কাজ ভুলেছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এ নির্বাচনে ভোটার শুধু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাই। অথচ দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রে ডাকসু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে এ নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামেও। ডাকসু ভবন দেখা তো দূরে থাক, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেও পা পড়েনি এমন ব্যক্তিরাও মেতে আছেন এ নির্বাচন নিয়ে। প্রার্থীদের মধ্যে কে যোগ্য, কে অযোগ্য- তা নিয়েও করছেন চুলচেরা বিশ্লেষণ। এমনকি অনেকে ডাকসু কী, এর কাজ কী, বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে ডাকসুর নির্বাচিত নেতাদের দায়িত্ব কতটা, তাও জানেন না। এ তো গেলো বিশ্ববিদ্যালয়ের বাইরের জগতের মানুষের কথা। খোদ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও ডাকসুর কাজ সম্পর্কে...