প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থায় ‘গোষ্ঠীগত স্বার্থরক্ষা’ ও ‘ফ্যাসিস্ট কাঠামোর’ বদৌলতে জুলাই গণঅভ্যুত্থানের পরের এক বছরে অন্তর্বর্তী সরকার ‘শেখ হাসিনা সরকারকে ফিরিয়ে এনেছে’ বলে অভিযোগ করেছে নাগরিক সংগঠন গণতান্ত্রিক অধিকার কমিটি। বৃহস্পতিবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, “অনেক শ্রমজীবী মানুষের রক্তের বদলে ফ্যাসিবাদের পতন হয়েছে। অথচ গণঅভ্যুত্থানের পর প্রথম বিনাবিচারে হত্যা করা হয়েছে শ্রমিককে।” শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গত মঙ্গলবার উত্তরা ইপিজেডের আন্দোলনকে ‘ন্যায্য আন্দোলন’ হিসেবে বর্ণনা করে বিবৃতিতে বলা হয়, সেই আন্দোলনে অংশগ্রহণকারী এভারগ্রিন কারখানার শ্রমিক মো. হাবিব ইসলামকে ‘রাষ্ট্রীয় যৌথবাহিনী হত্যা করেছে’। অন্তর্বর্তী সরকার ‘স্বেচ্ছাচারী’ ভূমিকা গ্রহণ করেছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, “দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির প্রতিটি ঘটনা অন্তর্বর্তী সরকার দায়হীনভাবে কেবল ঘটতে দেয়নি, জনগণের ন্যূনতম মানবাধিকারকে বিপন্নতার দিকে ঠেলে দিয়েছে। আগের সরকারের মতই শ্রমিকবিরোধী, নারীবিরোধী, জাতিসত্তাবিরোধী, অগণতান্ত্রিক...