তিনি আরও বলেন, যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার সব ধর্মের মানুষ যাতে তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে সেই ব্যবস্থার ওপরে গুরুত্বারোপ করেছে। কারণ, বিএনপি বিশ্বাস করে সকল ধর্মাবলম্বীদের সংবিধান সমানভাবে তাদের অধিকার নিশ্চিত করেছে। এক্ষেত্রে তাদের অধিকারে যারা বাধা প্রধান করে তারাই হচ্ছে ধর্মবিরোধী গোষ্ঠী। বিএনপি ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে। এদিকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শ্রমিকদের বারবার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করে রহমাতুল্লাহ বলেন, শ্রমিকদের কোনো কল্যাণে নয়, দলীয় স্বার্থে বিভিন্ন সময় শ্রমিকদের দিয়ে ফায়দা লুটেছে আওয়ামী লীগ। অথচ, তাদের কল্যাণ ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে রাষ্ট্র মেরামত করে শ্রমিকদের মানসম্মত অধিকার নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা...